মানিকগঞ্জে যুবদের জনসচেতনতা মূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোহেল রানাঃ মানিকগঞ্জে “জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদক বিরোধী কর্মকান্ডে নৈতিককতার অবক্ষয় ও বিপথগামীতা রোধকল্পে যুবদের ভূমিকা” শীর্ষক জনসচেতনতা মূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ নভেম্বর) মানিকগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তর হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

মানিকগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান উপস্থিত ছিলেন। মানিকগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক অলকা প্রভা দে এতে সভাপতিত্ব করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিরিন আক্তার, ঘিওর থানার ওসি মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব প্রমুখ।

আবাসিক ও অনাবাসিক সাত ট্রেডের ১ শত ২০ জন প্রশিক্ষণার্থী কর্মশালায় অংশ নেয়।

কড়চা/এস আর

Facebook Comments Box
ভাগ