মানিকগঞ্জে যুব মহিলা লীগের সম্মেলন ও নারী সমাবেশ

কড়চা রিপোর্ট : মানিকগঞ্জে আওয়ামী যুব মহিলা লীগের সম্মেলন ও নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই সম্মেলন ও নারী সমাবেশের আয়োজন করে সংগঠনটির মানিকগঞ্জ সদর উপজেলা শাখা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইসরাফিল হোসেন।

সদর উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক হাসিনা মম সুমির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলন ও নারী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা গাজী মাসুদা আক্তার, জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক রোমেজা আক্তার খান মাহিন, নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী হাসান আল মেহেদী সুহাস ও নবগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাঈদ হাসান হিরো।

বক্তারা আগামী নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নারীদের বাড়ি বাড়ি গিয়ে সরকারের উন্নয়নমূলক কার্যক্রমের প্রচারণা ও নারীদের নিয়ে উঠান বৈঠক করতে যুব মহিলা লীগের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।

প্রথম অধিবেশন শেষে সীমা আক্তারকে সভাপতি ও রীনা আক্তারকে সাধারণ সম্পাদক করে যুব মহিলা আওয়ামী লীগের নবগ্রাম ইউনিয়ন শাখা কমিটি গঠন করা হয়।

কড়চা/ জে এ বি

Facebook Comments Box
ভাগ