মানিকগঞ্জে ‘রেড ভলান্টিয়ার’ এর উদ্যোগে করোনা সম্পর্কে গণসচেতনতা এবং মাস্ক বিতরণ

এম.আর.লিটন : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন ও কৃষক সমিতি মানিকগঞ্জ জেলা শাখার সমন্বয়ে গঠিত ‘রেড ভলান্টিয়ার’ এর উদ্যোগে করোনা সম্পর্কে গণসচেতনতা এবং মাস্ক বিতরণ কর্মসূচি শুরু করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত মানিকগঞ্জ সদর উপজেলার বারাহির চর এবং রাজীবপুর বাজারসহ বিভিন্ন স্থানে গণসচেতনতামূলক এ প্রচারাভিযান কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জেলা শাখার সভাপতি ও রেড ভলান্টিয়ার এর আহ্বায়ক অধ্যাপক আবুল ইসলাম সিকদার এর নেতৃত্বে কর্মসূচিতে অংশ নেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা শাখার সাধারণ সম্পাদক ও রেড ভলান্টিয়ার এর যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান, সমন্বয়ক আরশদ আলী, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক রাহুল এবং যুব ইউনিয়ন নেতা আব্দুল রাজ্জাক। এছাড়াও স্থানীয় ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেয়।

রেড ভলান্টিয়ার এর সমন্বয়ক আরশেদ আলী বলেন, বর্তমানে করোনা পরিস্থিতি উদ্বেগজনক। দেশজুড়ে করোনাভাইরাস সংক্রমণ দ্রুত গতিতে বেড়ে চলছে। রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি করোনা মোকাবিলায় স্থানীয় মানুষের স্বাস্থ্য সচেতনা ও সামর্থ অনুযায়ী প্রয়োজনীয় সহায়তা প্রদান করোনাভাইরাসের শুরু থেকে বিভিন্নভাবে করে আসছে। এরই ধারাবাহিকতায় রেড ভলেন্টিয়ার মানিকগঞ্জ জেলাতেও কাজ শুরু করেছে। এ কর্মসূচি আগামী দিনেও চলমান থাকবে।

কড়চা/ এম আর এল

Facebook Comments Box
ভাগ