মানিকগঞ্জে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা, গ্রেপ্তার ১

কড়চা  রিপোর্ট : মানিকগঞ্জের ঘিওরে পেশাগত দায়িত্ব পালনের সময় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন তিন সাংবাদিক। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বড় কুষ্টিয়া গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভূক্তভোগীদের মধ্যে সাংবাদিক জাহাঙ্গীর আলম বিশ্বাস বাদি হয়ে মামলা করেছেন।

হামলার শিকার সাংবাদিকরা হলেন, দ্যা ডেইলি স্টার পত্রিকার মানিকগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর আলম বিশ্বাস, বাংলা ভিশনের জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আকরাম হোসেন এবং সময় টিভির জেলা প্রতিনিধি ইউসুফ আলী।

সাংবাদিক জাহাঙ্গীর আলম বিশ্বাস জানান, ঘিওরের বড় কুষ্টিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী মো. জাফরের বিরুদ্ধে মাদকব্যবসা ও নারী কেলেঙ্কারির অভিযোগে রোববার মানববন্ধন কর্মসূচির আয়োজন করে স্থানীয় এলাকাবাসী ও বিদ্যালয়ের অভিভাবকরা। বেলা সাড়ে ১১ টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি চলাকালে সেখানে পেশাগত দায়িত্ব পালন করতে যান সাংবাদিকরা। এ সময় মো. জাফরের নির্দেশে স্থানীয় পয়লা ইউনিয়ন যুবলীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক রেজা মণ্ডল, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি কুদ্দুস মণ্ডলসহ অজ্ঞাত আরও তিন-চারজন আকস্মিক সেখানে উপস্থিত হয়ে মানববন্ধনে বাঁধা দেন ও সাংবাদিকদের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় তারা ওই তিন সাংবাদিককে মারধর করেন। খবর পেয়ে ঘিওর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের মধ্যে কুদ্দুসকে আটক করতে পারলেও বাকিরা পালিয়ে যান।

ঘিওর থানার ওসি মো. আশরাফুল আলম বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার সঙ্গে জড়িত আবদুল কুদ্দুস নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় সাংবাদিক জাহাঙ্গীর আলম বিশ্বাস বাদি হয়ে মামলা করেছেন। ঘটনার সাথে জড়িতদের সকলকে গ্রেপ্তার করার টেষ্টা চলছে।

এদিকে পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দোষীদের শাস্তির দাবি করেছেন স্থানীয় সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, মানিকগঞ্জ সংবাদপত্র সম্পাদক পরিষদের সভাপতি সুরুয খান, সাধারণ সম্পাদক আশরাফ লিটন, মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক শাহজাহান বিশ^াস এবং ঘিওর প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক রামপ্রসাদ দিপু।

Facebook Comments Box
ভাগ