মানিকগঞ্জে সাংবাদিক পরিচয়ে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, দুই ব্যক্তি আটক

কড়চা নিপোর্ট : মানিকগঞ্জে মাংস ব্যবসায়ীর কাছে ২লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগে সাংবাদিক নামধারী দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সদর উপজেলার ভূলজয়রা কসাইপট্টি থেকে র‌্যাব-৪ এর একটি দল তাদেরকে আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, তিনটি মোবাইল, বিভিন্ন পত্রিকার চারটি আইডি কার্ড এবং ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, মানিকগঞ্জ সদর উপজেলার কাঁচারিকান্দি এলাকার মৃত হোসেন মোল্লার ছেলে মো.বজলুর রহমান (২৮) এবং সিংগাইর উপজেলার বিনোদপুর এলাকার মৃত কদম আলীর ছেলে মো.হারুন অর রশিদ(৫৩)।

র‌্যাব জানায়, অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি করে আসছে এমন অভিযোগে মানিকগঞ্জ সদর উপজেলার ভুলজয়রা এলাকার মাংস ব্যবসায়ী আবুল কাশেমের মাংসের দোকানে আসে সাংবাদিক পরিচয়ে মো.বজলুর রহমান ও মো.হারুন অর রশিদ। তারা অসুস্থ গরুর মাংস বিক্রয়ের জন্য ভোক্তা অধিদপ্তরসহ প্রশাসনের মাধ্যমে জেল-জরিমানার ভয় দেখায় ঐ ব্যবসায়ীকে। আর জেল-জরিমানা থেকে বাঁচতে চাইলে ২লাখ টাকা দাবি করে। পরে টাকা দেওয়ার কথা বলে কৌশলে মাংস ব্যবসায়ী আবুল কাশেম অন্যান্য ব্যবসায়ী এবং র‌্যাবকে ফোনের মাধ্যমে বিষয়টি জানান। এরপর স্থানীয় ও ব্যবসায়ীরা তাদেরকে আটক করে বেঁধে রাখে। খবর পেয়ে র‌্যাব সদস্যরা তাদের র‌্যাবের কার্যালয়ে নিসে আসে।

র‌্যাব-৪ এর মানিকগঞ্জ অঞ্চলের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন জানান, এঘটনায় মাংস ব্যবসায়ী আবুল কাশেম মামলা করবেন। আইনগত প্রক্রিয়া শেষে থানা পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করা হবে। এর আগেও আটককৃতরা সাংবাদিক পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে বলেও তিনি জানান।

কড়চা/এ এইচ

 

Facebook Comments Box
ভাগ