মা‌নিকগ‌ঞ্জে অনুষ্ঠিত হলো একুশের পং‌ক্তিমালা

সঙ্গীত পরিবেশন করছে সপ্তসুর সংগীত নিকেতনের শিল্পীরা।

কড়চা রিপোর্ট : মানিকগঞ্জে অনু‌ষ্ঠিত হ‌লো ‘একুশের পংক্তিমালা’ নামের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাতে শহ‌রের শহীদ স্মৃ‌তিস্তম্ভের পাদ‌দে‌শে এই অনুষ্ঠা‌নের আয়োজন ক‌রে সপ্তসুর সংগীত নি‌কেতন।

সপ্তসুরের প্রতিষ্ঠাতা প্রভাষক বাসুদেব সাহার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা ও মানিকগঞ্জ চেম্বার অব কমার্সের সিআইপি রফিকুল ইসলাম পরান।

অনুষ্ঠানে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে আত্মত্যাগকারী ভাষা সৈনিক শহীদদের নিয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

পরে সঙ্গীত পরিবেশন করেন সপ্তসুর সংগীত নিকেতনের শিল্পীরা।

কড়চা/ এস কে

Facebook Comments Box
ভাগ