কড়চা রিপোর্ট : মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরকাটারি, বাঘুটিয়া ও বাঁচামারা ইউনিয়ন অংশের যমুনা নদীতে অভিযান চালিয়ে মা ইলিশ ধরার অপরাধে ২২ জেলেকে আটক করা হয়েছে। আটকৃতদের মধ্যে ১৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ৭ জনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এ সময় ২ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়। এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল আহমেদ।
দৌলতপুর উপজেলা মৎস্য কর্মকর্তা রনি সাহা জানান, মা ইলিশ রক্ষায় শনিবার (১৭ অক্টোবর) রাতে যমুনা নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মা ইলিশ ধরার অপরাধে ২২ জেলেকে আটক করা হয়। রোববার (১৮ অক্টোবর) সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ৭ জনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
এদিকে শিবালয়ে যমুনা নদীতে অভিযান চালিয়ে আড়াই লাখ মিটার কারেন্ট জাল উদ্ধার ও তা পুড়িয়ে দেওয়া হয়।
কড়চা/ এস কে