কড়চা রিপোর্ট : যমুনা নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মানিকগঞ্জের দৌলতপুরে দুইজনকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল আহমেদ ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে সাজা দেন।
সাজপ্রাপ্তরা হলেন, উপজেলার খলসি ইউনিয়নের রৌহা গ্রামের সিকান্দার মাস্টারের ছেলে আশরাফুল আলম (৩২) ও আসলাম শেখের ছেলে শাহীন (২৪)।
উপজেলা নির্বাহী অফিসার মো: ইমরুল হাসান জানান, বাঘুটিয়া এলাকায় যমুনা নদী থেকে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করার দায়ে ওই দু’জনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে আশরাফুলকে ৬ মাস ও শাহিনকে ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়।
কড়চা/ এস কে
Facebook Comments Box