কড়চা রিপোর্ট : বিশিষ্ট ভাষাসৈনিক, রাষ্ট্রভাষার দাবিতে আন্দোলন করতে গিয়ে রাষ্ট্রদ্রোহীতার মামলায় কারাবরণকারী ব্যক্তিত্ব, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মানিকগঞ্জ জেলা কমিটির সাবেক সভাপতি, ঘিওর, দৌলতপুর উপজেলার জীবন্ত কিংবদন্তী, তেরশ্রী কে এন ইনস্টিটিউটের পরমশ্রদ্ধেয় প্রাক্তন প্রধান শিক্ষক, পাটগ্রাম অনাথবন্ধু হাইস্কুলের প্রাক্তন শিক্ষক (১৯৫৮-১৯৬৭), মুক্তিযুদ্ধের সংগঠক, বীর মুক্তিযোদ্ধা কমরেড আবদুল হাকিম মাস্টার (হাকিম স্যার) রোববার (১৪ মার্চ) দিনগত রাত সাড়ে চারটায় বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন।
কমরেড হাকিম মাস্টার আপাদমস্তক একজন সাদামনের সর্বজনশ্রদ্ধেয় আদর্শনিষ্ঠ মানুষ ছিলেন।
মৃত্যকালে তিনি এক পুত্র ও দু কন্যা রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে মানিকগঞ্জ জেলা একজন অভিভাবক, একজন প্রবীন শিক্ষাবিদকে হারাল।
ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক হলেও নিভৃত পল্লীর এ ভাষাসৈনিকের ভাগ্যে জোটেনি রাষ্ট্রীয় স্বীকৃতি। জীবদ্দশায় তার শেষ ইচ্ছে ছিল ভাষা সৈনিক হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি।
সোমবার (১৫ মার্চ) দুপুরে ঘিওর ডিএন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তার প্রথম জানাযা নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। নিহতের কফিনে সালাম প্রদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার ও ঘিওর থানার ওসি রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব এর নেতৃত্বে জেলা পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ।
এরপর মরদেহ নেয়া হয় তার কর্মস্থল তেরশ্রী কে.এন. ইনস্টিটিউশন মাঠে। তার জন্মস্থান দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের ধামশ্বর গ্রামে শেষ নামাজে জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, মনিকগঞ্জের ধামশ্বর ইউনিয়নের কলিয়া গ্রামের আব্বাস উদ্দিন ও আছিরুন বেগমের ৩ ছেলের মধ্যে আব্দুল হাকিম মেঝো। ২ মেয়ে ও এক ছেলে নিয়ে তার সংসার। দারিদ্র্যের সাথে লড়াই করে তিনি মানবেতর জীবন-যাপন করেছেন। কর্মজীবনে কমরেড আ.হাকিম মাস্টার তেরশ্রী কে.এন. ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক ছিলেন। ৫২র ভাষা আন্দোলন, ৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধ এবং ৯০’এর স্বৈরাচারী বিরোধী আন্দোলনে তিনি রাজপথে থেকে সক্রিয় আন্দোলনে অংশগ্রহণ করেন। ১৯৪৯ সালে আ. হাকিম মাস্টার তেরশ্রী কে.এন. ইনস্টিটিউশনের ছাত্র থাকাকালীন ভাষা আন্দোলনে যুক্ত হয়ে পড়েন।
তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন মানিকগঞ্জ-১ আসনের সাংসদ এ এম নাঈমর রহমান দূর্জয়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ঘিওর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আবুল ইসলাম শিকদার, জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোমিন উদ্দিন খান, বারসিক সমন্বয়ক বিমল রায়, মানিকগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোলাম সারোয়ার ছানু, মানিকগঞ্জ সংবাদপত্র সম্পাদক পরিষদের সভাপতি সুরুয খান, সাধারণ সম্পাদক আশরাফ লিটন ও ঘিওর প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
কড়চা/ এস কে