লকডাউন অমান্যে মানিকগঞ্জ পৌর এলাকায় মোবাইল কোর্ট, জরিমানা

কড়চা রিপোর্টঃ লকডাউনের সরকারি নির্দশনা অমান্য করায় আজ (২৬ জুন) সকালে মানিকগঞ্জ পৌরসভার মানিকগঞ্জ শহর, শহীদ রফিক সড়ক,গঙ্গাধরপট্টি,পশ্চিম দাশড়া, জরিনা কলেজ মোড় ও বেউথা রোড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসমীয়া আক্তার রোজী।

এ সময় সরকারি নির্দেশনা মতে মাস্ক ব্যবহার না করা,স্বাস্থ্যবিধি মেনে না চলা, রেডজোন ঘোষিত এলাকাসমূহে বিনা প্রয়োজনে ঘরের বাইরে বের হওয়া,শাটার অর্ধখোলা রেখে দোকান পরিচালনার চেষ্টা করা ইত্যাদি কারণে অভিযোগ আমলে নিয়ে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিভিন্ন ব্যক্তিকে মোট ৭,৫০০/- টাকা জরিমানা করেন। সেই সাথে জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলা, সামাজিক দূরত্ব বজায় রাখা, জরুরি দরকার ছাড়া বাইরে না বের হওয়ার বিষয়ে সকলকে সতর্ক করে দেন।

একই সাথে জনসচেতনতার অংশ হিসেবে যারা মাস্ক ছাড়া বাইরে বের হয়েছেন তাদেরকে মাস্ক প্রদান করা হয়।

জনস্বার্থে জেলা প্রশাসনের এধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
ভাগ