কড়চা রিপোর্ট : শিক্ষানবিশ আইনজীবী প্রিয় সহকর্মী শামীমুর রেজা রনির উপর হামলার প্রতিবাদে ও হামলাকীদের শাস্তির দাবিতে মানিকগঞ্জে মানববন্ধণ কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার ৯৭ ডিসেম্বর) দুপুর দুইটায় বাংলাদেশ সম্মিলিত শিক্ষানবিশ আইনজীবী পরিষদ জেলা শাখার উদ্যোগে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্ত্বরে এই মানববন্ধণ পালন করেন তারা।
মানববন্ধনে সম্মিলিত শিক্ষানবিশ আইনজীবী পরিষদের জেলা শাখার আহ্বায়ক রোমেজা আক্তার মাহিনের সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক উদ্ধব চন্দ্র সরকার, সদস্য সচিব মো.সাইদুর রহমান ও সদস্য সোলাইমান বক্তব্য রাখেন।
মানববন্ধনে রোমেজা আক্তার মাহিন বলেন, জাতীয় প্রেসক্লাবের সামনে অনশণস্থলে ঘুমান্ত অবস্থায় শিক্ষানবিশ আইনজীবী শামীমুর জেরা রনির উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অতিদ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচার আইনের মাধ্যমে শাস্তি দাবি করি। সেই সাথে হামলাকাদীরে শাস্তির জন্য সরকারের সহায়তা কামনাও করেন তিনি।
সদস্য সচিব মো.সাইদুর রহমান বলেন, বার কাউন্সিলের সনদ বাণিজ্যের সাথে জড়িতরা রনির উপর হামলা করেছে। তাদের খোঁজে বের করে আইনের মাধ্যমে শাস্তির দাবি করি। শামীমুর রেজা রনির যদি কিছু হয় তাহলে সারাদেশে শিক্ষানবিশ আইনজীবীরা রাস্তায় নামার হুসিয়ারীও দেন তিনি।
উল্লেখ্য, ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে অনশণরত অবস্থায় সোমবার ভোররাতে নওগাঁ জেলা বার এসোসিয়েশনের শিক্ষানবিশ আইনজীবী শামীমুর রেজা রনির উপর হামলা করে দুর্বৃত্তরা। হামলায় রনির হাত ও শরীরের বিভিন্ন স্থানে ক্ষত হয়।
কড়চা/ এ এইচ