কড়চা রিপোর্ট : মানিকগঞ্জের শিবালয় উপজেলার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার পলাতক আসামি আনোয়ার হোসেন আনু (৩৮) ইয়াবাসহ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাতে পুলিশের হাতে আটক হয়েছে। মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন মহাদেবপুর চকপাড়া গ্রামের সিরাজ মিয়ার ছেলে।
শিবালয় থানা অফিসার ইনচার্জ ফিরোজ কবির জানান, আনোয়ার হোসেন সমাজে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা থাকায় বিশেষ অভিযানের মাধ্যমে ১০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। তার বিরুদ্ধে অপর একটি মামলা দায়ের করে বুধবার দুপুরে কোর্টে প্রেরণ করা হয়।
কড়চা/ এস সি আর
Facebook Comments Box