মারুফ হোসেন : মানিকগঞ্জের শিবালয়ে ভূমি জবর দখলের অভিযোগ উঠেছে এক প্রভাবশালী বিএনপি নেতার পরিবারের বিরুদ্ধে। জমি বুঝে নিতে গেলে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি ভুক্তভোগী ছামসুল ইসলামের। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে শিবালয় প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলন করেন তিনি। সামসুল উপজেলার বড় বোয়ালী এলাকার মৃত ফৈজদ্দিন মল্লিকের ছেলে।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী বলেন, শিবালয় উপজেলার কাতরাসিন গ্রামে প্রায় দুই যুগ আগে ক্রয় সূত্রে ছয় শতাংশ জমির মালিক হই। সরকারি নিয়মানুয়ী খারিজ করা ছাড়াও নিয়মিত প্রতি বছর খাজনা পরিশোধ করে আসছি। আমার জমির প্রতিবেশী বর্তমান জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক ও দৌলতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়াম্যান তোজাম্মেল হক তোজার বাবা আমিন ঠাকুর গত দশ বছর আগে আমার কাছ থেকে জমিটি মৌখিক ভাবে ভাড়া নেন। তার কয়েক বছর পর স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ ওই দাগের মোট ৪৪ শতাংশ জমির মধ্যে আমার জায়গা থেকে ০.৬৫ শতাংশ জমি একোয়ার করে নেয়। আমি দশ বছর আগে আমার জায়গা ফেরত চাইলে তারা আমাকে বলে এখানে তোমার জায়গা নাই। র্দীঘদিন বিষয়টি নিয়ে স্থায়ীভাবে মীমাংসার চেষ্টা চালিয়েও ব্যর্থ হই। বর্তমানে তোজাম্মেল হকের চাচাতো ভাই আমার জায়গায় তিন তলা ফাউন্ডেশন করে পাকা ভবন নির্মাণের কাজ করছে। আমি জায়গায় গেলে তারা আমাকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে। বর্তমানে আমি চরম নিরাপত্তাহীনতায় আছি। এ বিষয়ে শিবালয় থানায় আমি একটি লিখিত অভিযোগ করেছি।
এসময় স্থানীয় প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
কড়চা/ এম এইচ