শিবালয়ে এগারো লক্ষ টাকার মাদকসহ যুবক আটক

কড়চা রিপোর্ট : মানিকগঞ্জের শিবালয়ে এগারো লক্ষ টাকার মাদকসহ মো. ওয়াসিম মোল্লা (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

সোমবার (১০ জুলাই) মধ্যরাতে শিবালয় উপজেলার উত্তর খানপুর এলাকায় অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে আটক করে।

আটককৃত মো. ওয়াসিম মোল্লা উপজেলার উত্তর খানপুর এলাকার মো. আলম মোল্লার ছেলে। তিনি পেশায় চিহ্নিত মাদক ব্যবসায়ী।

ডিবি পুলিশ জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার বাজারমূল্য ১১ লক্ষ টাকা।

জেলার পুলিশ পরিদর্শক (ডিবি) মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, আটককৃত যুবকের বিরুদ্ধে শিবালয় থানায় মাদক আইনে মামলা হয়েছে। সে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলেও তিনি জানান।

কড়চা/ এ এইচ

Facebook Comments Box
ভাগ