মারুফ হোসেন : মানিকগঞ্জের শিবালয়ে বন্যায় ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক দুই সহস্রাধিক কৃষকদের মাঝে বিনামুল্যে লাউ, সিম, মুলা, ঝিংঙ্গাসহ প্রায় ১১ জাতের শাক-সবজির বীজ বিতরণ করা হয়েছে। ৮ অক্টোবর দুপুরে উপজেলা হল রুমে মানিকগঞ্জের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ শাহজাহান আলী বিশ্বাস প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে সরকারি এ প্রনোদনা তুলে দেন।
বীজ বিতরণ অনুষ্ঠানে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ফারাসিদ্দীন এনামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিবালয় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রিয়াজুর রহমান, ভাইস চেয়ারম্যান মিরাজ হোসেন লালন, মহিলা ভাইস চেয়ারম্যান রুনা আক্তার, কৃষক লীগের সভাপতি অসিউর রহমান সিকো, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিদুজ্জামান তড়িৎ প্রমুখ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ শাজাহান আলী বলেন, এসকল শাক ও সবজির বীজ আপনারা নিজ বাড়ির উঠানেই বপন করতে পারবেন। এতে করে পরিবারের পুষ্টির চাহিদা মিটিয়ে বাজারে বিক্রয় করে লাভবান হবেন।
কড়চা/ এম এইচ