কড়চা রিপোর্ট : মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাটে লকডাউনের শৃঙ্খলা ভঙ্গের দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৬ জনকে মোট ৪১ হাজার তিন শত টাকা জরিমানা ও দু’টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
বুধবার (২৮ জুলাই) শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আবু দারদা দু’টি ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে এ দণ্ডাদেশ প্রদান করেন। মাক্সবিহীন চলাফেরা, যাত্রী পরিবহন ও মোটরসাইকেল ফেলে পালিয়ে যাওয়ার অপরাধে এ দন্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) চলমান লকডাউনে সকলকে সরকারি নির্দেশনা মেনে চলতে অনুরোধ জানিয়েছন।
কড়চা/ এস সি এস
Facebook Comments Box