সাটুরিয়ায় যাকাতের বস্ত্র বিতরণ

কড়চা রিপোর্ট : মানিকগঞ্জের সাটুরিয়ায় ঈদ উপলক্ষে দরিদ্রদের মাঝে যাকাতের বস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (৮ মে) সকালে স্থানীয় বাগানবাড়িতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনের নির্দেশনায় অকো-টেক্স গ্রুপের পক্ষে সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গোলাম হোসেন এই বস্ত্র বিতরণ করনে।

এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিাসর আশারফুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. আশরাফুল আলম, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ওয়াদুদ বাবু, বালিয়াটি ইউপি চেয়ারম্যান মো. রুহুল আমিন ও সাটুরিয়া ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পিন্টু।

এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪ শতাধিক দরিদ্র মানুষের মাঝে লুঙ্গি, পাঞ্জাবি, শাড়ি ও থ্রী পিস বিতরণ করা হয়।

কড়চা/ এইচ এফ

Facebook Comments Box
ভাগ