সিংগাইরের পল্লীতে ব্যক্তিগত অর্থায়নে রাস্তা সংস্কার

মাসুম বাদশাহ : বন্যা পরবর্তী ব্যক্তিগত অর্থায়নে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের আঠালিয়া গ্রামে রাস্তা সংস্কার কাজ শুরু করেছেন ওই গ্রামের মোবারক খান। গেল বন্যায় তার নিজ গ্রামের রাস্তাগুলো ব্যাপক ক্ষতি সাধিত হয়। এতে গ্রামের মানুষের চলাফেরায় দুভোর্গ পোহাতে হয়। গ্রামের মানুষের এ ভোগান্তি লাঘবে নিজ অর্থ দিয়ে মোবারক খান রাস্তাগুলো সংস্কারের কাজ শুরু করেছেন বলে গ্রামের একাধিক বাসিন্দা জানান।

মোবারক ওই গ্রামের মোঃ আতাউর রহমান খানের পুত্র। তিনি পেশায় একজন ব্যবসায়ী। সাভারস্থ ভরসা সুপার মার্কেটে রয়েছে তার মেসার্স সিংগাইর ইলেকট্রনিকস ও খান ইলেকট্রনিকস নামে দু‘টি দোকান। পাশাপাশি ওই মার্কেটের কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। একই সাথে নিজ গ্রাম আঠালিয়া পশ্চিম পাড়া বাইতুর মামুর জামে মসজিদ ও স্থানীয় কবরস্থান কমিটির দায়িত্বপূর্ণ পদে বিশেষ ভূমিকা পালনসহ সাভারস্থ সিংগাইর সমিতির কোষাধ্যক্ষ পদে নিয়োজিত রয়েছেন।

মহামারী করোনাকালীন লকডাউন সময়ে এলাকার দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের পর এবার নিজ অর্থায়নে বন্যায় ক্ষতিগ্রস্থ রাস্তা সংস্কারে এগিয়ে এসেছেন মোবারক খান। ইতিমধ্যেই তিনি আঠালিয়া কবরস্থান থেকে ভায়া ইবারত মাস্টারের বাড়ি হয়ে আব্দুল হকের বাড়ি পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তা মাটি ভরাটসহ ইটের সলিং এর কাজ শুরু করেছেন। এতে খরচ হবে আড়াই লাখ টাকার উপরে। এ ছাড়া গ্রামের প্রবেশ পথ জায়গীর বাসস্ট্যান্ড হতে আঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ক্ষতিগ্রস্থ রাস্তার কাজ সংস্কার করবেন বলে মোবারক খান জানান। তিনি আরো বলেন, আমি সব সময় এলাকাবাসীর সুখে-দুঃখে পাশে থাকতে চাই। এলাকাবাসীর সমর্থন পেলে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজ গ্রাম আঠালিয়া হতে ৪ নং ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী হওয়া আশাবাদ ব্যক্ত করেন তিনি।

কড়চা/ এম বি

Facebook Comments Box
ভাগ