মাসুম বাদশাহঃ মানিকগঞ্জের সিংগাইর উপজেলার অপরাধ নিয়ন্ত্রণে চালু হয়েছে বিট পুলিশিং কার্যক্রম। এ লক্ষ্যে উপজেলার বায়রা ইউনিয়নের বায়রা বাজারে ১নং বিট পুলিশিং কার্যালয় স্থাপন করা হয়েছে। ২০জুন বিকেল ৪ টায় বায়রা বাজারে বিট পুলিশিং কার্যাক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেন সিংগাইর থানার ওসি আব্দুস সাত্তার মিয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম,বায়রা ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাঠু, এসআই নজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
এ প্রসঙ্গে ওসি আব্দুস সাত্তার মিয়া বলেন মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, জঙ্গীবাদ, নারী এবং শিশু নির্যাতন ও ইভটিজিং মুক্ত সমাজ গড়তে বিট পুলিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পুলিশি সেবা আরও গতিশীল ও কার্যকর হবে। বিট পুলিশিংয়ের ফলে উপজেলার প্রতিটা এলাকার অপরাধী এবং অপরাধের প্রকৃতি সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ছাড়া এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনা ও বিভিন্ন বিষয়ে তথ্য ভাণ্ডার তৈরি হবে। ফলে অপরাধ দমন ও রহস্য উৎঘাটন সহজ হবে। তিনি আরো বলেন, উপজেলার সার্বিক কার্যক্রমে গতিশীলতা আনতে পর্যায়ক্রমে সিংগাইর পৌরসভার প্রতিটি ওয়ার্ড এবং উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রমের আওতায় আনা হবে।
১ নং বিট পুলিশিং এর দায়িত্ব দেয়া হয়েছে এসআই নজরুলকে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে উপজেলায় বিট পুলিশিংয়ের মোট ২০ টি ইউনিট কাজ করবে। প্রতিটি বিটের দায়িত্বে থাকবেন একজন এসআই। তার সঙ্গে একজন এএসআই এবং একজন কনস্টেবল। বিট অফিসার ও বিটের অন্য পুলিশ সদস্যরা সংশ্লিষ্ট এলাকাবাসীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম চালাবেন। প্রত্যেক বিট অফিসারের একটি স্থায়ী মোবাইল নম্বর থাকবে। স্থানীয় লোকজন যে কোনো প্রয়োজনে বিট অফিসারের সঙ্গে যোগাযোগ করবেন। বিটের সদস্যরা মামলার তদন্ত, আসামি গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধারসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে।