সিংগাইরে চতুর্থ বার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান হলেন জাহিদুল ইসলাম

ছবিঃ ইউ পি চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুল ইসলাম ভূঁইয়া

কড়চা রিপোর্টঃ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা এবং অন্যান্য কার্যক্রমে বিশেষ অবদানের জন্য টানা চতুর্থ বারের মতো সিংগাইর উপজেলায় শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ধল্লা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুল ইসলাম ভূঁইয়া। শনিবার (১১ জুলাই ) বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। এর আগে তিনি ২০১৭, ১৮ ও ১৯ সালে একই অবদানের জন্য শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হন।

চেয়ারম্যান জাহিদুল ইসলাম সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হন। বর্তমানে সুস্থ থাকলেও এ বছর তিনি সরাসরি উপজেলা মিলনায়তনে বিশ্ব জনসংখ্যা দিবসে অংশ গ্রহণ করতে পারেননি। তিনি নিজ কার্যালয় হতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নিয়ে সবাইকে ধন্যবাদ জানান। পরে উপজেলা প্রশাসনের প্রতিনিধির মাধ্যমে তার কাছে শ্রেষ্ঠ চেয়ারম্যানের পুরস্কার পৌঁছে দেয়া হয়। শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহিদুল ইসলাম ভূঁইয়া সকলের কাছে দোয়া কামনা করেছেন।

কড়চা/ এম বি

Facebook Comments Box
ভাগ