মাসুম বাদশাহঃ মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নে নদীতে নিখোঁজের আড়াই ঘন্টা পর মোঃ শুকর আলীর (৬৫) লাশ উদ্ধার করেছে স্থানীয় লোকজন। নিহত শুকর আলী চর মুলবর্গ গ্রামের মৃত মোঃ জমির শেখের পুত্র।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ জুলাই) মোঃ শুকর আলী বেলা ১ টার দিকে ধলেশ্বরী নদীর মোন্নাফ মাদবরের ঘাটে পাটের জাগ দেখতে যায়। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও সে বাড়িতে ফিরে না আসলে পরিবারের লোকজন ওই ঘাটে তাকে খোঁজ করতে যায়। নদীর ঘাটে তাকে দেখতে না পেয়ে চিন্তিত হয়ে পানিতে খোঁজাখুঁজি শুরু করে। স্থানীয়রাসহ পরিবারের লোকজন দীর্ঘ সময় পানিতে খোঁজাখুঁজির পর বিকেল সাড়ে ৩ টার দিকে প্রায় আড়াই ঘন্টা পর নিজের পাটের জাগের নিচ থেকে তাকে উদ্ধার করে। উদ্ধারের পর স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় নিহতের পরিবারের চলছে শোকের মাতম।
কড়চা/ এম বি