সিংগাইরে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত

স্পোর্টস ডেস্ক : মানিকগঞ্জের সিংগাইরে আন্তঃফুটবল ফাইনাল প্রতিযোগিতা বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ধল্লা ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় এসএসসি ব্যাচ-২০১০ আয়োজনে ধল্লা ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয়ের অধ্যয়ন সমাপ্ত ব্যাচভিত্তিক ২০ টি দল অংশ নেয়।

ফাইনাল খেলায় এসএসসি ব্যাচ-২০১৯ স্বাগতিক এসএসসি ব্যাচ-২০১০ কে ৩-০ গোলে পরাজিত করে বিজয়ী হয়। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরুস্কার বিতরণ করেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কন্ঠশিল্পী মমতাজ বেগম। খেলাধূলার পাশাপাশি এলাকাবাসীকে মাদকমুক্ত সমাজ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

ধল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সহ সভাপতি মোঃ সাইফুল ইসলামের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহিদুর রহমান শহিদ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ শারমিন আক্তার,ধল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ শওকত আনোয়ার ও সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন খানসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

কড়চা/এম বি

Facebook Comments Box
ভাগ