সিংগাইরে বাথরুম থেকে গৃহবধুর লাশ উদ্ধার, বাড়ির লোকজন উধাও

মাসুম বাদশাহ : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের খোলাপাড়া গ্রামে মুক্তা আক্তার (২১) নামের এক গৃহবধুর লাশ স্বামীর বাড়ির বাথরুম থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৮ টার দিকে প্রতিবেশীরা মুক্তা আক্তারের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মুক্তা আক্তার ওই গ্রামের আব্দুল্লাহর (২২) স্ত্রী ও একই উপজেলার জয়মন্টপ ইউনিয়নের চর নয়াডাঙ্গী গ্রামের আব্দুস ছামাদের মেয়ে।

জানা গেছে, আড়াই বছর আগে আব্দুল্লাহর সাথে মুক্তা আক্তারের প্রেমের সূত্র ধরে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহের সৃষ্টি হয়। এরই জের ধরে মুক্তা আক্তার বাথরুমের শাওয়ারের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। নিহতের পরিবারের অভিযোগ, স্বামী ও শশুর বাড়ির লোকজনের প্ররোচনায় মুক্তা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়। প্রতিবেশীরা তার লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এদিকে, গৃহবধুর মৃত্যুতে স্বামীসহ পরিবারের লোকজন ঘরে তালা ঝুলিয়ে গা-ঢাকা দিয়েছে বলে প্রতিবেশীরা জানিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত ডা. ফারহানা নবী বলেন, হাসপাতালে আনার ঘন্টা খানেক আগেই মুক্তা আক্তারের মৃত্যু হয়েছে। লাশ থানা পুলিশের কাছে দেয়া হয়েছে।

লাশের সুরতহালকারী কর্মকর্তা এসআই মোঃ তারিকুল ইসলাম বলেন, নিহতের গলায় দাগ রয়েছে। তবে শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রকিবুজ্জামান বলেন, নিহতের পরিবারের লোকজনের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা নেয়া হবে।

কড়চা/ এম বি

Facebook Comments Box
ভাগ