সিংগাইরে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

কড়চা রিপোর্ট : সিংগাইরে মাসিক আইনশৃঙ্খলা সভা বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২ টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

ইউএনও রুনা লায়লার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুশফিকুর রহমান খান হান্নান, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সেকেন্দার আলী মোল্লাহ, ইউপি চেয়ারম্যান মোঃ শওকত হোসেন বাদল, মোঃ রমজান আলী, ইঞ্জিনিয়ার শাহাদৎ হোসেন, মোহাম্মদ জাহিদুল ইসলাম ভুঁইয়া প্রমুখ। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহের নিগার সুলতানা, পৌর মেয়র অ্যাডভোকেট খোরশেদ আলম ভূঁইয়া জয়সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, উপজেলা কর্মকর্তাবৃদ ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

সভায় আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনা রোধ , মাদক নির্মূলে মোবাইল কোর্ট পরিচালনাে এবং চুরি প্রতিরোধে গুরুত্ব দেয়া হয়। সেই সাথে শারদীয় দুর্গাপূজা কোন প্রকার অপ্রীাতিকর ঘটনা ছাড়াই যাতে সম্পন্ন হয় সেদিকে নজর দিতে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্টদের আহ্বান জানানো হয়।

কড়চা/ এম বি

Facebook Comments Box
ভাগ