মাসুম বাদশাহ : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর আদর্শ (গুচ্ছ ) গ্রামে দু’বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ওই বাড়ি দু’টির ৭ জন ভাড়াটিয়ার সমস্ত মালামাল পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
শনিবার (৮ মে) দুপুর ১২ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে স্থানীয় ১ নং ওয়ার্ডের মেম্বার মোঃ ছানোয়ার হোসেন নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, গুচ্ছ গ্রামের শাহজাহানের বাড়ির লাকড়ির চুলা থেকে এ আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা প্রতিবেশি দারোগ আলীর বাড়িতেও ছড়িয়ে পড়ে। এ সময় দু’বাড়ির ৭ ভাড়াটিয়ার রুমে থাকা সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। গুচ্ছ গ্রামের পাশের আকতার ফার্নিচার ফ্যাক্টরীতে কর্মরত শ্রমিক ও স্থানীয় লোকজন আগুন নেভাতে সক্ষম হন। পরে সাভারস্থ ফায়ার সার্ভিসের কর্মীরাও এতে অংশ নেন।
সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রুনা লায়লা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কড়চা/ এমবি