হরিরামপুরে ঔষধের দোকানের লাইসেন্স নবায়ন না করায় বিভিন্ন জনকে জরিমানা

কড়চা রিপোর্ট মানিকগঞ্জের হরিরামপুরে ঔষধের দোকানের লাইসেন্স নবায়ন না করে ব্যবসা পরিচালনা এবং স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে মোবাইল কোর্ট এর মাধ্যমে ৮ ব্যক্তিকে বিভিন্ন অংকের টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) বিকাল ৫ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত হরিরামপুর উপজেলার কানঠাপাড়া ও বলড়া বাজারে লাইসেন্স নবায়ন না করে ঔষুধ বিক্রয় করার অপরাধে নাইম হোসেনকে ২ হাজার টাকা, সঞ্জয় কুমার শীলকে ২ হাজার টাকা, মনির চৌধুরীকে ১ হাজার টাকা ও সাইফুল ইসলামকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অপরদিকে মাস্ক ব্যবহার না করে স্বাস্থ্যবিধি লংঘন করায় জুয়েল, মনির, মীর ফয়েজ ও চঞ্চল মিয়াকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে প্রায় ২০ জনকে মাস্ক দেওয়া হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ বিল্লাল হোসেন। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেছে হরিরামপুর থানা পুলিশ। হরিরামপুর উপজেলা প্রশাসন সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ করেছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Facebook Comments Box
ভাগ