কড়চা রিপোর্টঃ করোনা পজিটিভ নিয়ে অফিসিয়াল কার্যক্রম ও কিস্তি আদায় করায় মানিকগঞ্জের হরিরামপুরের ঝিটকা এলাকায় আশা এনজির কার্যক্রম বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো: বিল্লাল হোসেনের নির্দেশনায় ওই এনজিওর কার্যক্রম বন্ধ ও লকডাউন ঘোষণা করা হয়।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (১৫ জুলাই) আশা এনজিওর সহকারী ম্যানেজার প্রথমে করোনাভাইরাসে আক্রান্ত হন। প্রশাসনিকভাবে ওই ম্যানেজারের বাড়ি ও আশেপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়। ওই সময় তার অফিসের সকল কর্মীদের নমুনা পরিক্ষার জন্য বলা হয়। কিন্তু নমুনা পরীক্ষা ও রিপোর্ট আসার আগ পর্যন্ত ব্রাঞ্চের সকল কার্যক্রম বন্ধ রাখার জন্য কতৃপক্ষ তাদের কোন নির্দেশনা দেননি। ফলে ব্রাঞ্চের দুজন কর্মী আব্দুর রশীদ (৩৯) ও আমির আলী (৩৬) করোনা পজিটিভ নিয়ে তাদের অফিসিয়াল কার্যক্রম ও কিস্তি আদায় অব্যাহত রাখেন।
গালা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা জানান, উপজেলা সহকারী কমিশনারের নির্দেশে আমরা ঝিটকার আশার ব্রাঞ্চ অফিসটি লকডাউন করে দিয়েছি। সেই সাথে লকডাউনকালীন সময় পর্যন্ত তাদের সকল কার্যক্রম বন্ধ করার নির্দেশনাও দেওয়া হয়েছে।