হরিরামপুরে ত্রান বিরণ করলেন মমতাজ

কড়চা রিপোর্টঃ মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নে ১৫০ টি বন্যা দুর্গত পরিবারের মধ্যে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। এছাড়া, চারটি পরিবারের মধ্যে ১ বান্ডেল করে ঢেউটিন ও তিন হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর নির্দশক্রমে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ত্রান বিতরণ করেছেন। এসময় মানিকগঞ্জের জেলা প্রশাসক এসএম ফেরদৌস, উপজেলা ভাইস-চেয়ারম্যান আজিম খান, কাঞ্চনপুর ইউনিয়নের চেয়ারম্যান ইউনুস উদ্দিন গাজী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ এলাকার অন্যান্য জন প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

বন্যা দুর্গত এবং অসহায় মানুষের মাঝে এ ধরনের ত্রান-সহায়তা প্রদান অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসন জানিয়েছে।

Facebook Comments Box
ভাগ