হরিরামপুরে বানভাসিদের ত্রাণ সহায়তা দিলো পুলিশ

হরিরামপুরে পুলিশের পক্ষ থেকে বানভাসিদের ত্রাণ সামগ্রী বিতরণ

কড়চা রিপোর্টঃ মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার দুর্গম চরাঞ্চলে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন বাংলাদেশ পুলিশ প্রশাসন। সোমবার (২৭ জুলাই) উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ভাটিপাড়া, বয়ড়া ইউনিয়নের দড়িকান্দি, সুতালড়ি ইউনিয়নের সুতালড়ি ও মেন্দিপুর গ্রামের তিন শত বানভাসি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণকালে পুলিশ সুপার রিফাত রহমান শামীম বলেন, যেকোন দুর্যোগের সময় বাংলাদেশ পুলিশ জনগণের পাশে ছিলো। এবারের বন্যায়ও বাংলাদেশ পুলিশ পাশে দাড়িয়েছে। বাংলাদেশ পুলিশের মহাপরিচালক ড. বেনজির আহমেদ বিপিএম (বার) ও রেক্টর পুলিশ স্টাফ কলেজ এর এডিশনাল আইজি শেখ মোঃ মারুফ হাসান বিপিএম, পিপিএম এর ব্যক্তিগত পক্ষ থেকে তিনশ’ বানভাসি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। ত্রাণ সামগ্রীর মধ্যে রযেছে প্রতিটি পরিবারের জন্য ১ টি শাড়ি, ১ টি লুঙ্গি, ২ টি সাবান, ৫ কেজি চাল, ১ লিটার তেল, ৫০০ গ্রাম লবণ ও ১ কেজি ডাল।

এ সময় উপস্থিত ছিলেন হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক দেওয়ান সাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিয্দ্ধোা গোলজার হোসেন বাচ্চু, হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুঈদ চৌধুরী, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান আজিম খান, মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা চৌধুরী এবং সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজ প্রমুখ।

Facebook Comments Box
ভাগ