হরিরামপুরে ১০০পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ

কড়চা রিপোর্ট : মানিকগঞ্জের হরিরামপুরে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষ্য বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের জীবন পরিবর্তনে অর্থনৈতিক সমৃদ্ধি আনয়নে ১০০টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে রোটারি ইন্টারন্যাশনাল ঢাকা মিডটাউনের আয়োজনে রোটারিয়ান সাবির আখন্দের সভাপতিত্বে উপজেলার ডাকবাংলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সেলাই মেশিন বিতরণ করেন মানিকগঞ্জ-২ আসনের সাংসদ কন্ঠ শিল্পী মমতাজ বেগম।

এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, আর আই জেলা ৩২৮১ বাংলাদেশের জেলা গভর্নর রোটারিয়ান রুবাইত হোসেন, রোটারি ক্লাব অব ঢাকা মিডটাউনের রোটারিয়ান ফারহান জামান, উপজেলা ভাইস-চেয়ারম্যান আজিম খান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুঈদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রব প্রমুখ।

কড়চা/ বি সি

Facebook Comments Box
ভাগ