কড়চা রিপোর্ট : জাতীয় খাদ্য সহায়তা নম্বর ৩৩৩ এবং জেলা প্রশাসকের নিয়ন্ত্রণ কক্ষের মোবাইল নম্বরে কল করে খাদ্য সহায়তা পেয়েছেন ১২ হাজার ১৮৪ টি দু:স্থ পরিবার। বুধবার (৭ জুলাই) সকাল ১১ টায় জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে ৭০ টি দু:স্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণকালে এই তথ্য দেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ।
গত তিন দিনে ৩৩৩-তে ৭৮ টি কলের মধ্যে ৫২ জন এবং জেলা প্রশাসকের নিয়ন্ত্রণ কক্ষের মোবাইল নম্বরে কল থেকে যাচাই বাছাই করে ১৮ জনসহ ৭০ টি দু:স্থ পরিবারকে আজ খাদ্যসহায়তা দেওয়া হয়। খাদ্যসহায়তা বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মনিরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন ও জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ যোবায়ের। খাদ্য সহায়তা হিসেবে চাল, ডাল, আটা, তেল, চিনি, লবণসহ ১৫ কেজি ওজনের নিত্য প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়।
জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ বলেন, করোনার প্রথম ঢেউয়ের সময় জেলার বিভিন্ন উপজেলার ১৩ হাজার ৪৬১ জনের চাহিদা বিবেচনা করে ১০ হাজার ৫১৬ জনকে খাদ্যসহায়তা দেওয়া হয়েছে। এদের মধ্যে ৩৩৩-এ কল আসে দুই হাজার ১১০ জনের নিকট থেকে। তাদের মধ্য থেকে দেওয়া হয়েছে এক হাজার ৮২২ জনকে। অন্যদিকে, জেলা প্রশাসকের নিয়ন্ত্রণ কক্ষের মোবাইল নম্বরে কল আসে ১১ হাজার ৩৫১ জনের নিকট থেকে। আর, দেওয়া হয়েছে আট হাজার ৬৭৪ জনকে। এদিকে, চলমান দ্বিতীয় ঢেউয়ের সময় এ পর্যন্ত দুই হাজার ২৬১ জনের চাহিদা বিচেনায় এক হাজার ৬৮৮ জনকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এদের মধ্যে ৩৩৩-এ কল আসে ৮৮১ জনের নিকট থেকে। তাদের মধ্য থেকে দেওয়া হয়েছে ৫৫৩ জনকে। এছাড়া, জেলা প্রশাসকের নিয়ন্ত্রণ কক্ষের মোবাইল নম্বরে কল আসে এক হাজার ৪৩০ জনের নিকট থেকে। আর দেওয়া হয়েছে এক হাজার ১৩৫ জনকে।
তিনি আরও বলেন, প্রতিদিনই জেলার বিভিন্ন এলাকার দু;স্থ পরিবারের নিকট থেকে ৩৩৩ এবং জেলা প্রশাসকের নিয়ন্ত্রণ কক্ষের নম্বরে ফোন কল আসছে। গতকালও ১০০ জনের নিকট থেকে কল এসেছে। প্রাপ্ত চাহিদার ভিত্তিতে যাচাই-বাছাইপূর্বক প্রকৃত দাবীদারকে খাদ্যসহায়তা বিতরণ অব্যাহত রয়েছে। একটি লোকও যাতে খাদ্যের সংকটে না থাকে সেলক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশণা অনুযায়ী জেলা প্রশাসন কাজ করছে।
কড়চা/ জেড এ বি