কত দিন দেখিনা তোমায়
হোসনে আরা রিতা
কত দিন দেখিনা তোমায়
সেই মেঠো পথ দিয়ে যেতে,
মনে পরে আজোও তোমাকে
শিশির ভেজা নরম ঘাসে হেঁটে যেতে।
মনে পরে আজোও তোমাকে
কত দিন দেখিনা তোমায়,
অল্প দিনের পরিচয়ে
কেউ আসে জীবনে,
কেউ যায় হারিয়ে।
তবুও কেউ রয়ে যায়
মনের অনন্ত কালের স্মৃতি হয়ে
শুধু তার একটু ভালবাসার বিনিময়ে।
আমি তাই প্রতিদিন চেয়ে রই
সে পথ পানে
তোমাকে স্মরণ করি
যাতে হারিয়ে না যাও অকারণে।।
কত দিন দেখি না তোমায়
ঘাটে আর আসি না,
আগের মতো করে কষ্টে আমি মরে যাই
অঝোরে অশ্রু যায় ঝরে।
তৃষ্ণা জাগে প্রাণে
বেলা যায় যে হেলে,
খুঁজেফিরে তোমারে
তুমি আছো অনেক দূরে–
শোনবো আমি তোমার সকল কথা
ফিরে এসো তবে,
কত দিন দেখিনা তোমায়।
Facebook Comments Box