পশ্চিম বঙ্গের কবি পূরবীতা রায় মজুমদার এর কবিতা ‘আবদার’

আবদার

পূরবীতা রায় মজুমদার

চলো না একদিন সন্ধ্যায় হেঁটে পার হই গড়ের মাঠ…
প্রাপ্তবয়স্ক হয়েও নন্দনে সিনেমায় চুমুর দৃশ্য দেখে ঠোঁটে ঠোঁট রাখবে আরো একবার
শাড়ি ঠিক করার অছিলায় অকারণে হাত রাখবে কোমরে
“সুন্দর লাগছে বলে” আলতো করে টেনে নেবে বুকের কাছে,
ভেজা শরীরে ছাতিমের তলায় দাঁড়িয়ে আরো একবার শোনাবে “যে আঁখিতে এতো হাসি লুকানো”
ছুঁয়ে দেখবে আবার?
তোমার হাতের আঙ্গুলের অবাধ্যতায়
কী অসম্ভব ভূমিকম্পনে কেঁপে ওঠে মনভূমি
ফেলে আসা শর্তহীন অনুভব গুলোর কাছে
মন আজও ঋণী!

 

কড়চা/পি আর এম

 

Facebook Comments Box
ভাগ