মানিকগঞ্জে মুক্তিযুদ্ধের গান ‘বিজয়-৭১’ সংগীতানুষ্ঠান

এম. আর. লিটন : ‘দাম দিয়ে কিনেছি বাংলা, করো দানে পাওয়া নয়’ স্লোগনকে সামনে রেখে বিজয়ের মাস উপলক্ষে মুক্তিযুদ্ধের গান ‘বিজয়-৭১’ শিরোনামে মানিকগঞ্জে গণসংগীত ও একক সংগীত অনুষ্ঠিত হয়েছে ।

বুধবার (২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় উদীচী, মানিকগঞ্জ জেলা সংসদ এর আয়োজনে শহরের নিজ কার্যালয় প্রাঙ্গণে এ সংগীতানুষ্ঠান পরিবেশিত হয়। গণসংগীত ও একক সংগীত পরিবেশনা করেন কণ্ঠশিল্পী ফারজানা নিপা, এম.এম. রহমান, কাজল পাল, মলি আক্তার, জুমানা জারনাজ ইয়া, অসীম মিয়া ও আরাফাত সুইট। তবলায় ছিলেন লিটন সরকার। কিবোর্ডে ছিলেন জহির রায়হান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুন এবং ফেসবুক লাইভ কারিগরি সহযোগিতা করেন সাজিদ পান্ত ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি জেলা কমিটির সভাপতি অ্যাড. দীপক কুমার ঘোষ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. সাখাওয়াৎ হোসাইন খান, উদীচী জেলা সংসদের সহসভাপতি মজিবুর রহমান, ইকবাল খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম.আর.লিটন, অর্থ-সম্পাদক চঞ্চল মন্ডল ও জেলা উদীচী’র সাবেক সভাপতি গাজী ওয়াজেদ আলম প্রমুখ।

সংগীতানুষ্ঠানটি উদীচী, মানিকগঞ্জ জেলা সংসদ এর অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে ভিডিও লাইভ সম্প্রচারিত হয়।

কড়চা/ এম আর এল

Facebook Comments Box
ভাগ