অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে পাঁচ পরিবহনকে জরিমানা

কড়চা রিপোর্ট : যাত্রীবাহী পরিবহনে ভাড়ার তালিকা প্রদর্শন না করে অতিরিক্ত ভাড়া আদায়ের দায় পাঁচ পরিবহনকে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৩ জুলাই) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই অভিযান পরিচালনা করে।

এসময় লেগুনা পরিবহনের চালক সাব্বির মিয়াকে এক হাজার টাকা, যাত্রী সেবা পরিবহনের দুই চালক আবু রায়হানকে ৫০০ ও  আরিফ হোসেনকে দুই হাজার টাকা, পদ্মা দ্রুত গতি পরিবহনের মোঃ রুবেলকে তিন হাজার টাকা এবং শুভযাত্রা পরিবহনের চালক তুহিনকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে ঢাকা-আরিচা মহাসড়কে সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত অভিযান চালানো হয়। ভাড়ার তালিকা প্রদর্শন না করে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে পাঁচটি গণপরিবহনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযানে জেলা বিআরটিএ’র মেকানিকাল এসিস্ট্যান্ট সাইদুল ইসলাম সুমন, ক্যাবের সাধারণ সম্পাদক এবিএম শামসুন্নবী তুলিপ এবং সদর থানা পুলিশ সহযোগিতা করেন।

কড়চা/ এস এস

Facebook Comments Box
ভাগ