মানিকগঞ্জে আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনা রোধে মতবিনিময় সভা

কড়চা রিপোর্ট : সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দুইপাশে পায়ে চলার রাস্তা ও বিভিন্ন বাঁক সোজা ও প্রশস্তকরণের দাবিতে মতবিনিময় সভা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এই সভার আযোজন করে যৌথভাবে বেতিলা-মিতরা ইউনিয়ন পরিষদ এবং বেসরকারি প্রতিষ্ঠান-বারসিক।

বারসিকের সমন্বয়কারী বিমল রায়ের সঞ্চালনায় এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সেভ দ্য রোড মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, বেতিলা-মিতরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন, প্যানেল চেয়ারম্যান-১ রফিকুল ইসলাম নফেল ও প্যানেল চেয়ারম্যান-২ জাকির হোসেন, ইউপি সদস্য বিল্লাল হোসেন, সাবেক সংরক্ষিতি ইউপি সদস্য নুরজাহান বেগম, বেতিলা স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মীর গোলাম কিবরিয়া, বেতিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জোৎস্না রানী রায়, কমরেড সেতোয়ার হোসেন খান, অবসরপ্রাপ্ত শিক্ষক মোজাম্মেল হক, প্রভাষক আমিনুল ইসলাম কহিনুর, প্রভাষক ফিরোজ আহমেদ, স্কুল শিক্ষক মোবারক হোসেন প্রমুখ।

প্রভাষক আমিনুল ইসলাম কহিনুর বলেন, এই মহাসড়কের দুইপাশে পথচারীদের হাটার রাস্তা না থাকায় এবং বিভিন্ন স্থানে ঝুকিপূর্ণ বাঁক থাকায় প্রতিনয়িত সড়ক দুর্ঘটনা ঘটছে। গত কয়েকদিনে মারা গেছেন ১৫ জন এবং আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন অনেকে। সড়ক দুর্ঘটনা রোধে কিছু স্থানে স্পীড ব্রেকার ও মহাসড়কের দুইপাশে পথচারীদের হাটার জন্য রাস্তা তৈরির দাবি জানান তিনি।

ইউপি সদস্য বিল্লাল হোসেন বলেন, কয়েকমাস ধরে এই আঞ্চলিক মহাসড়ক চালু হয়েছে। প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় মানুষ নিহত ও আহত হচ্ছে। কিছুদিনের ব্যবধানে আমার মাসহ আমার পরিবারের তিনজন গাড়িচাপায় মারা গেছেন। দুর্ঘনাটনা প্রতিরোধে সড়কের দুই পাশে পায়ে চলার রাস্তা ও বিভিন্ন বাঁক সোজা ও প্রশস্ত করতে হবে। এছাড়া গুরুত্বপূর্ণ ও ঝুকিপূর্ণ কয়েকটি স্থানে স্পীড ব্রেকার নির্মাণ করতে হবে।

বেতিলা-মিতরা ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন বলেন, এই সড়কে অনেকে নিহত হযেছেন এবং অনেকেই আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন। তবে স্পীড ব্রেকার দিয়ে এই সড়ক দুর্ঘটনা রোধ করা যাবে না। সড়কের বাঁকগুলো সোজা ও কিছু স্থানে প্রশস্ত করার পাশাপাশি মহাসড়কের দুইপাশে পায়ের চলার রাস্তা করতে হবে। এ ব্যাপারে তিনি সড়ক ও জনপথসহ সংশ্লিষ্ট বিভাগের দৃষ্টি কামনা করেন।

সেভ দ্য রোড মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস বলেন, সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হচ্ছে বেপড়োয়া গতিতে গাড়ি চলা এবং সড়কের ত্রুটি। এছাড়া পথচারীদের অসচেনতাও দুর্ঘটনার একটি বড় কারণ। সড়কে চলাচলরত গাড়ির চালক ও পথচারীদের সচেতন হয়ে গাড়ি চালাতে হবে। হাইওয়ে পুলিশ এবং বিআরটিএ কর্তৃপক্ষকে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনগণকে সচেতন করার পাশাপাশি আইন প্রয়োগ করতে হবে যাতে মহাসড়কে কোন ফিটনেসবিহীন গাড়ি না চলে এবং অদক্ষ ও লাইসেন্সবিহীন চালক গাড়ি চালাতে না পারে। পাশাপশি, মহাসড়কের ত্রুটিগুলো চিহ্নিত করে দ্রুত সমাধান করতে হবে। অন্যথায় সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে না।

সড়ক দুর্ঘটনারোধে উত্থাপিত দাবীগুলি অবিলম্বে পূরণ না হলে মহাসড়ক এলাকার সকল ইউনিয়ন পরিষদের সর্বোস্তরের জনসাধারণকে সাথে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার হুমকিও দেন তারা।

কড়চা/ জেড এ বি

Facebook Comments Box
ভাগ