মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে নারী ধর্ষণের অভিযোগ, দুই আনসার সদস্য আটক

কড়চা রিপোর্ট : মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিত দুই আনসার সদস্যের বিরুদ্ধে। অভিযোগের পর অভিযুক্ত দুই আনসার সদস্যকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ জানায়, রোববার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এক দম্পতি নারায়ণগঞ্জ থেকে চার্জিং ভ্যানে করে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা এলাকায় যাচ্ছিলেন। মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ভ্যানটির চার্জ শেষ হয়ে যায়। নিরাপত্তার কথা ভেবে তাঁরা মানিকগঞ্জ জেনারেল হাসপাতালের সামনে অবস্থান নেন।

এ সময় হাসপাতালের প্রধান ফটকে দায়িত্বরত আনসার সদস্য শাহাদাৎ হোসেন ও আবু সাঈদ তাঁদের সহযোগিতার আশ্বাস দিয়ে হাসপাতালের ভেতরে নিয়ে যান। অভিযোগ অনুযায়ী, হাসপাতালের ১০ তলা ভবনের নিচতলায় স্বামীকে রেখে ওই নারীকে দ্বিতীয় তলায় নিয়ে গিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করা হয়।

ঘটনার পর ভুক্তভোগী নারী বিষয়টি স্বামীকে জানালে তাঁরা মানিকগঞ্জ সদর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দায়িত্বে থাকা সব আনসার সদস্যকে থানায় নিয়ে আসে। পরে ভুক্তভোগী নারী অভিযুক্ত দুই আনসার সদস্যকে শনাক্ত করলে তাঁদের আটক করা হয়।

মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম জানান, ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষা চলছে এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মানিকগঞ্জ জেলা কার্যালয়ের কমান্ড্যান্ট কামরুজ্জামান বলেন, অভিযুক্ত দুই আনসার সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। ঘটনার তদন্তে দুই সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহাউদ্দিন জানান, ঘটনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভুক্তভোগী নারী চিকিৎসাধীন রয়েছেন।

কড়চা/ জেড এ বি

Facebook Comments Box