পশ্চিম বাংলার তরুণ কবি রঞ্জনা রায় এর কবিতা ‘দাবানল’

দাবানল

রঞ্জনা রায়

স্বার্থপরতার ঝুল বারান্দায় বসে
তুমি গাথো ঝুটোমুক্তোর মালা
পরিয়ে দাও এই গলায় রোজ রাতে
নাম দাও তার ভালোবাসা।

অনুভবের সমুদ্রে স্নান করেছ বার বার
খেলায় মেতে সৈকতে গড়েছ বালির ঘর
বলেছিলে এ ঘরের নাম ভালোবাসা
অক্ষয় বুনিয়াদ নেই বিনাশ।

গভীর অন্তর দাহ, হৃদয়ে জ্বলে দাবানল
খেলাঘর ভেঙেচুরে তুমি চলে গেলে!

কড়চা/আর আর

Facebook Comments Box
ভাগ