মৌসান
ইচ্ছে করে তোমার সাথে সমুদ্র-সৈকতে হাঁটতে
ভিজে বালির উপর পায়ের ছাপ ফেলতে-
আমার-তোমার-আমাদের…
জানি সাদা ফ্যানালু ঢেউ এসে সে দাগ ধুয়ে দিয়ে যাবে
অনায়াসে; তবুও একপ্রকার সঙ্গম তো হলো!
নইলে তোমার কাজের মাঝে ফেরার বড্ডো তাড়া থাকে
সে আমার খুশীর কোন পরোয়া না করেই…
ইচ্ছে করে তোমার সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টিতে পথ চলতে
গাছের পাতা থেকে টুপটাপ জল খসে পড়ুকনা
আমার চোখের কাজল, আমার লিপস্টিক এলোমেলো হলেই বা
তবুও তো হলো; তবুও তো মেঘের বৃষ্টির আদর পেলাম!
তা নাহলে সারাটা সময় তোমার ভাবনাতেই সীমাবদ্ধ থাকি যে!
তবুও……..!!!
ইচ্ছে করে তুষারপাতে পথ হারিয়ে ফেলি
প্রবল ঠাণ্ডায় আমার হাত-পা নিস্তেজ হয়ে যাক
নোনতা গরম জল অর্ডার দিয়ে আনো
আমায় হাত-পা ডুবিয়ে রাখতে বলো
স্ট্রং ব্র্যাণ্ডের স্কচ গলায় ঢেলে আমি শুয়ে পড়ি।
ক্লান্তিতে চোখে ঘুম জড়িয়ে আসে।
তুমি সারাটা রাত জুড়ে কি করো?
পাহারায় থাকো নাকি তুষারশৃঙ্গের ছবি আঁকো, তা তুমিই জানো।
মিলনের কোন চিহ্ন সাদা ধবধবে বিছানায় খুঁজে পাই না।
ইচ্ছে করে তোমার সঙ্গে রঙীন প্রজাপতি ধরতে
আশপাশ দিয়ে এঁকেবেঁকে চলে যায় তারা
তুমি ছুঁতে বারণ করো…
আমি তোমার দিকে তাকিয়ে দৃষ্টি হারাই
তুমি জানতেও চাও না কেন…
আমার মনে তখন হাজার অব্যক্ত প্রশ্নের ভিড়
এ কেমন ভালোবাসা তোমার?
আমার উজাড় করা প্রেমও তোমায় ছোঁয় না কেন?
আমি তো চাইনি এমন একটা সংযমী মানুষ
আমি তো উথাল পাথাল ঢেউয়ে ভাসতে চেয়েছি…
আমি তো মাঝ সমুদ্রে হারিয়ে যেতে চেয়েছি…
জঙ্গলের শুকনো পাতার বিছানায় বন্য হতে চেয়েছি…
তবে কি আবারও ভুল হয়ে গেল! মস্তবড় ভুল!