ইলিশ ধরার ২২ দিনের নিষেধাজ্ঞায় মানিকগঞ্জে ৪৪৭ জনের কারাদন্ড

কড়চা রিপোর্ট : বুধবার (৪ নভেম্বর) মধ্য রাত থেকে শেষ হয়েছে মা ইলিশ রক্ষায় ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা। বৃহস্পতিবার ভোর থেকেই নদীতে নেমেছে জেলেরা। নিষেধাজ্ঞাকালীন সময়ে জেলার তিনটি উপজেলায় তৎপর ছিল প্রশাসন। প্রতিদিনই ইলিশ শিকারিদের জেল-জরিমানা হয়েছে ভ্রাম্যমাণ আদালতে।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২২ দিনের (১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর) অভিযানে তিন উপজেলায় মোট ১৩৩ অভিযানের মাধ্যমে ৪৪৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড, ৯ লাখ ২৬ হাজার ৮ শত টাকা জরিমানা, ৮৪ লাখ ১৯ হাজার ৫ শত মিটার কারেন্ট জাল বিনষ্ট এবং ৩৬৭ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। এসব অভিযানের বিপরীতে মোট ৬১৫ টি মামলা করা হয়েছে।

এর মধ্যে দৌলতপুরে ৪০ টি অভিযানে ৩১৩ মামলার বিপরীতে ২১০ জনের কারাদন্ড, ৪ লাখ ৮৫ হাজার ২ শত টাকা জরিমানা, ৪১ লাখ ৯০ হাজার মিটার কারেন্ট জাল বিনষ্ট এবং ১৮০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।

হরিরামপুরে ৪৫ টি অভিযানে ৯ মামলার বিপরীতে ৮ জনের কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা, ১১ লাখ ২৯ হাজার ৫ শত মিটার কারেন্ট জাল বিনষ্ট এবং ১৭ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।

শিবালয়ে ৪৮টি অভিযানে ২৯৩ মামলার বিপরীতে ২৯৩ জনের কারাদন্ড, ৪ লাখ ৩৬ হাজার ৬ শত টাকা জরিমানা, ৩১ লাখ মিটার কারেন্ট জাল বিনষ্ট এবং ১৭০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।

কড়চা/ এস কে

Facebook Comments Box
ভাগ