ভালোবাসি বলে
চৈতালি চৈতি
আমি গাংচিল হলে শুধু
তোমার গাঙ্গে ভাসবো,
যদি হই ডাঙ্গার সরষেফুল
তবে তোমার ক্ষেতেই হাসবো।
সাঁঝের ঝড়া শিউলি হতে পারি
তোমার জানালার কোণে,
নয়তো হবো রক্তজবা
তোমার মনের বনে।
আমি দোঁপাটি ফুলের পাপড়ি হবো
তোমার তপ্ত ভরদুপুরে,
কালো মেঘের রং হবো
তোমার দৃষ্টির গভীরে।
এক ক্লান্ত বিকেলে হবো আমি
দখিন পাড়ের বাতাস,
ঝিরিঝিরি শব্দ হবো
পেলে তোমার দীর্ঘশ্বাস।
যদি হতে পারি উড়া পাখি
ফিরবো তোমার গোধূলিতে,
তুমি একবার চেয়ে দেখো
পড়লে কিছু মনেতে।
তালপাতা হবো সবুজ রঙের
তোমার বাড়ির কাছে,
হাসনাহেনার ঝাঁড় হবো
তোমার ঘরের পাছে।
আধঘোলা জল হবো আমি
তোমার নিজের নদীতে,
অচিন বনফুল হবো
সে নদীর কিনারেতে।
ক্ষণে আসবো ক্ষণে যাবো
শুধু ভালোবাসি বলে,
পদ্মপাতা হয়ে ভাসবো
তোমার চোখের জলে।
অচেনা বাঁশির সুর হবো
পূর্ণিমা রাতের শেষে,
আছে জীবন হবে মরন আমার
তোমায় এমনই ভালোবেসে।
Facebook Comments Box