খাঁদ

প্রতিমা রায় বিশ্বাস

এসো হে নির্জনতা,
তোমাতে যে প্রেম রেখেছি আজন্মকাল।
পাখির ঠোঁটে ফোটে যে সুর-ফুল,ও জেনেছি আমার না।
দম্পতি পাতার কোণে যে গাছের নিরব সংসার,তাও জেনেছি আমার নয়।
তবু ভুল পথে জন্মেছে দুটো তারা।

ত্বক জুড়ে এক খাঁদের জীবন,নামছি,নামছি আর নামছি,গন্তব্য কোথায় জানি না।
অনুভূতি জুড়ে মৃত্তিকার গভীরতা,মন জুড়ে বিক্ষিপ্ত অশব্দের মরুঝড়।
এসো হে নির্জন। তুমিই সমস্ত শব্দের মা।

আকাশ হতে কতখানি খাঁদ নামলে পৃথিবীতে
অপার্থিব ফুলের সুগন্ধে ভরে বাতাস?
পাঁজর নিয়ে কতখানি নেমেছে দেখো পৃথিবী
নাহলে তারারা সবাই কেন একই বিন্দুর আকার?

না বলা কথাদের ভিড় ঠেলে এ কথায়
শুকোতে দিয়েছি বেলাভূমি ।
সাগরপারে দাঁড়ালে এজন্য উদাস ডাকে

“আয় সময় তোর ভরিয়ে নে নুনজলে।”
অথচ তাকিয়ে দেখি সমুদ্র ভ’রে আছে খুন হওয়া এক গভীর প্রেমে।
যা কিছু আছড়ে পড়ছে দেখে নিচ্ছো, শুকিয়ে নিচ্ছো জলভেঙে।
জল নয়, ঢেউ নয় ওরা….
সে আমার ভিতরে মুচড়িয়ে ওঠা কেবলি একটি ভিজে ভিজে আত্মা….
জীবিত জল-রঙে।

Facebook Comments Box
ভাগ