কড়চা রিপোর্ট : মানিকগঞ্জের ঘিওরে সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনায় ৯ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা এবং দুঃস্থ অসহায় দরিদ্র লোকজনের মাঝে ত্রাণ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
করোনা পরিস্থিতি সংক্রমণের চলমান পরিস্থিতিতে বুধবার (৭ জুলাই) দিনব্যাপী ঘিওর ডি,এন পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে মেডিক্যাল ক্যাম্পেইন উদ্বোধন করেন ৭১ মেকানাইজড ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাজিম-উদ্-দৌলা (পিএসসি)।
এসময় উপস্থিত ছিলেন এডিএমএস কর্ণেল সুভাষ চন্দ্র রায়, ১১ ফিল্ড এ্যাম্বুলেন্স এর অধিনায়ক লে: কর্ণেল মোঃ ফখরুল আলম, ১৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ ফরহান হায়দার রহমান, মেজর মোঃ আশরাফুল কবীর, মেজর মোঃ তুহিনুর রহমান, ঘিওর থানার ওসি মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব, ঘিওর সদর ইউপি চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল, প্রধান শিক্ষক মিজানুর রহমান শিকদার, ঘিওর প্রেসক্লাব সভাপতি মোঃ আনোয়ারুল হক ও সাধারণ সম্পাদক রামপ্রসাদ সরকার দীপু প্রমুখ।
এলাকার দেড় শতাধিক গরিব ও অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেন সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের চিকিৎকবৃন্ধ। এরপর বিকেলে সেনাবাহিনীর এই টিম স্থানীয় ফায়ার সার্ভিস হল রুমে এলাকার দরিদ্র মানুষের মাঝে ত্রাণ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন। এছাড়া কোভিড-১৯ প্রতিরোধ কল্পে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।
কড়চা/ বি সি