কড়চা রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মানিকগঞ্জের দৌলতপুরের দুর্গম চরাঞ্চলের অসহায় ও দু:স্থ্যদের মাঝে খাদ্য সামগ্রী বিরতণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে জেলা পরিষদের আয়োজনে দৌলতপুর উপজেলার চরকাটারী, বাচাঁমারা, জিয়নপুর ও বাঘুটিয়া ইউনিয়নের ৫শ’ পরিবারের মাঝে চাল, ডাল, আলু ও তেলসহ ১০ কেজির একটি খাদ্য সামগ্রী প্যাকেট বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন।
এসময় সহ সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম মট্টু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম আজিজুল, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম রাজা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
গোলাম মহীউদ্দীন বলেন, এই খাদ্য সামগ্রী প্রধানমন্ত্রী আপনাদের উপহার পাঠিয়েছেন। এটা কোন দান নয়, এটা খাদ্য সহায়তা। আপনাদের টাকায় কেনা এই খাদ্য সামগ্রী। প্রধানমন্ত্রী সব সময় আপনাদের পাশে আছে, পাশে থাকবেন। এর জন্য আপনাদেরকে প্রধানমন্ত্রীর সাথে অর্থাৎ আওয়ামী লীগের সাথে থাকতে হবে।
কড়চা/ এম এ এ