নানা আয়োজনে মানিকগঞ্জে যুব দিবস পালিত

কড়চা রিপোর্ট : ‘মুজিব বর্ষের আহবান যুব কর্মসংস্থান’ এই প্রতিপাদ্যে মানিকগঞ্জে আলোচনা সভা এবং যুব ঋনের চেক ও সনদপত্র বিতরণের মধ্যে দিয়ে পালিত হয়েছে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস।

রোববার (১নভেম্বর) জেলা প্রশাসক ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে ঘিওর উপজেলার জোকা এলাকায় যুব উন্নয়ন অধিদপ্তরের হল রুমে এই দিবস পালন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক মো.মনিরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয়। এছাড়া জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মো. আবুল হোসেন, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মাহাবুব ইসলাম ও ঘিওর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান, ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার, আত্মকর্মী জাহাঙ্গীর আলম বিশ্বাস ও যুব সংগঠক সানি রহমান মিন্টু বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে প্রশিক্ষণ প্রাপ্ত ২৩ জনের মাঝে ১৩ লক্ষ ২০ হাজার টাকার যুবঋনের চেক ও সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়।

কড়চা/ বি সি

Facebook Comments Box
ভাগ