কড়চা রিপোর্ট : সরকারি নির্দেশনা অমান্য করে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরিতে যাত্রী ও যানবাহন পারাপার হচ্ছে। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ও সামাজিক দূরত্ব না মেনে যাত্রী ও যানবাহন পারাপার করেছে ঘাট কর্তৃপক্ষ। ঘাট এলাকায় দেখা দিয়েছে কর্মস্থল ফেরত মানুষের উপচে পড়া ভীড়।
সোমবার (২৬ জুলাই) সকাল থেকে দৌলতদিয়া থেকে প্রতিটি ফেরিতেই যাত্রী ও যানবাহন বোঝাই করে আসে পাটুরিয়া ফেরি ঘাটে।
বাংলাদেশ অভ্যান্তরিন নৌপরিবহন কপোর্রেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল করছে। জরুরী কাজে নিয়োজিত যানাবহন পারাপার করা হচ্ছে। তবে জরুরী কাজের যানাবহন ফেরি উঠার সময় কিছু যাত্রী পার হচ্ছে। যদিও যাত্রীরা আমাদের কথা শোনেনা।
তিনি আরও বলেন, দৌলতদিয়া থেকে ছেড়ে আসা অধিকাংশ ফেরিতে যাত্রীদের ভীড় থাকে। সরকারি নির্দেশনা অমান্য করে কেন যাত্রী পার করছে এটা দৌলতদিয়ার লোকজন বলতে পারবে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ৬ টি ফেরি চলাচল করছে বলেও তিনি জানান।
কড়চা/ এ এইচ