নীলা রায়ের হত্যাকারীকে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন

কড়চা রিপোর্ট : বোনের হত্যাকারীকে গ্রেপ্তার ও পরিবারের সদ্যসের নিরাপত্তা এবং গ্রেপ্তার করে আইনের মাধ্যমে শাস্তির দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন পালন করেছে নিহত নীলা রায়ের ভাই অলক রায়সহ পরিবারের সদস্যরা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট জেলা শাখার আয়োজনে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্ত্বরে এই মানববন্ধন পালন করা হয়।

মানববন্ধনে নিহত নীলা রায়ের ভাই অলক রায়, দাদু মাধব কুমার বিশ্বাস, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের জেলা শাখার সভাপতি গৌরাঙ্গ চন্দ্র সরকার ও সাধারণ সম্পাদক তাপস রাজবংশীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মানববন্ধন চলাকালে নিহতের ভাই অলক রায় বলেন, আমার একমাত্র বোনকে মিজানুর রহমান নৃশংসভাবে হত্যা করেছে। তাকে এখনো গ্রেপ্তার করতে পারে নি পুলিশ। আমরা চাই অতিদ্রুত মিজানকে গ্রেপ্তার করে আইনের মাধ্যমে ফাঁসি দেওয়া হোক।

নীলা রায়ের দাদু মাধব কুমার বিশ্বাস বলেন, মামলা হওয়ার পর থেকে মিজানুর তার সন্ত্রাসী বাহিনী দ্বারা আমাদের পরিবারের লোকজনকে নানা ধরনের হুমকি দিয়ে আসছে। একমাত্র নাতীনকে হারিয়ে নীলার মা বাবা ও ভাইসহ পরিবারের অন্যান্য সদস্যরা মানসিকভাবে বিপর্যস্তে আছি। এখন আবার হুমকির ভয়ে থাকতে হচ্ছে। নাতীনের হত্যাকারীকে গ্রেপ্তার ও ফাঁসির জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

নিহত নীলা রায় মানিকগঞ্জ সদর উপজেলার বালিরটেক গ্রামের নারায়ণ রায়ের মেয়ে ও সাভার অ্যাসেড স্কুলের ১০ ম শ্রেণির শিক্ষার্থী ছিল। নিহতের বাবা নরায়ণ মেট্রোরেল প্রকল্পে কাজ করেন।

গত রোববার ঢাকার সাভার পৌরসভার দক্ষিণপাড়া এলাকায় মিজানুর রহমান নীলা রায়কে হত্যা করে।

কড়চা/ এম এ এইচ

Facebook Comments Box
ভাগ