নুরুন্নাহার মুন্নির কবিতা ‘একটি কালো তিল’

একটি কালো তিল

নুরুন্নাহার মুন্নি

একটি হাতের নগ্নতার বুকে জেগে ওঠে রোজ

দৃশ্যমান হয় নাগরিক জীবনের যাপিত আন্দোলনে

উঁকি দেয় আমার অদৃশ্য অম্ভরে,

আহত হই কোটিবার;

বাকহীন চারুলতারা কাঁদে অসম ধ্বনিতে,

খুন হই স্বাধীনতার বর্ণমালায়

মৌনমানব প্রিয়জন আমার;

সভ্যতার খুলিতে তিক্ত যৌবন পারদ

আমি দগ্ধ দাবানলে

শীতরাত্রির সংগীত সংগমে;

যাযাবর হিমেল যাপিত জীবন,

ঈষাণ কোণে উঁকি দেয়া

ছিদ্র মেঘের মাদুলিতে আঁকা

একটি কালো তিল।

 

 

 

Facebook Comments Box
ভাগ