এম.আর.লিটনঃ বঙ্গবন্ধুর আদর্শ বিসর্জন দিয়ে উল্টো পথে রাষ্ট্র পরিচালনার জন্য সরকারের কঠোর সমালোচনা করেছেন সিপিবি’র নেতারা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মানিকগঞ্জ জেলা কমিটির উদ্যোগে “বঙ্গবন্ধু হত্যার কারণ ও এর প্রতিকার” শীর্ষক আলোচনা সভায় এমন কথা বলেছেন বক্তারা।
সিপিবি’র নেতারা সরকারের গণবিরোধী নানা পদক্ষেপের বিরুদ্ধে গণজাগরণ ও গণপ্রতিরোধ গড়ে তুলতে আহ্বান জানান এবং বঙ্গবন্ধুর রেখে যাওয়া আদর্শ অনুসরণ করতে সরকারের প্রতি আহ্বান জানান।
শনিবার (১৫ আগস্ট) বিকেল ৪ টায় সিপিবি’র জেলা কমিটির সভাপতি অধ্যাপক আবুল ইসলাম শিকদার এর সভাপতিত্বে মানিকগঞ্জ শহরের তাঁর নিজ বাসভবনে অনুষ্ঠিত এই আলোচনা সভায় অংশ নেন, সিপিবি’র কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আজহারুল ইসলাম আরজু, জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড মজিবুর রহমান মাস্টার, কমরেড আরশেদ আলি মাস্টার, অধ্যাপক মীর মোকসেদ, খুশীমোহন দাশ, অ্যাডভোকেট রফিকুল ইসলাম ও অধ্যাপক সাইফুল আলম প্রমুখ।
কড়চা/ এম আর এল