কড়চা রিপোর্টঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্য মানিকগঞ্জে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কাঙালী ভোজের আয়োজন করেছে পৌর আওয়ামী লীগ।
শনিবার (১৫ আগস্ট) রাতে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত এই আলোচনা সভায় বক্তব্য রাখেন মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রমজান আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা, জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লিয়াকত আলী ভান্ডারী, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন, জেলা যুবলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও মানিকগঞ্জ চেম্বার অব কামার্স অ্যান্ড ইন্ডাস্ট্রীজের পরিচালক অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক খান তুষার, জেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুল জলিল, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জুলফিকার রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহিদুল ইসলাম মাহিদ, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করেছেন। তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনা দেশকে বিশ্বের দরবারে মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনার এই অগ্রযাত্রায় সকলকে শামিল হতে হবে। আর যারা এই উন্নয়নে বাঁধা দিচ্ছে তাঁদের প্রতিহত করতে হবে।
তাঁরা বলেন, মানিকগঞ্জের কৃতি সন্তান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক তাঁর কাজের মধ্য দিয়ে সরকার প্রধান শেখ হাসিনার আস্থা অর্জন করেছেন। তিনি মানিকগঞ্জের ব্যাপক উন্নয়ন করেছেন। তাঁর এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সকলকে একযোগে কাজ করতে হবে। ঘরে বসে থেকে বঙ্গবন্ধুর নাম-ছবি আর মুজিব কোট ব্যবহার করলেই চলবে না। বঙ্গবন্ধুর আদর্শও অনুসরণ করতে হবে। জনগণের সেবায় আত্মনিয়োগ করতে হবে।